বাস্তবিক কৃত্রিমতা

চাওয়া পাওয়া অনেক ছিল ,
পারিপার্শিক সঙ্গে ছিল ,
লক্ষ্য ছিল , উদ্দেশ্য ছিল , ছিল আরো কত কি ,
সমান্তরালে হাঁটছিলো অনেকে, না চাইলেও চোখ ছিল তাদের ওপর আর কি ,

প্রত্যেকে অভীষ্টের পথে , নিজ নিজ কাজ ও অঙ্গীকার নিয়ে,
ছোটবেলার আরাম যেন কোথায় , দেখা হবে না কোনোদিন, জীবন সেই পথে যেন নিয়ে যায় ,
মিথ্যে ছিল অনেক কিছু নাকি লুকিয়ে ছিল তারা ,
লুকোনোদের আবিষ্কার করাকেই কি শিক্ষা বলে ওরা ?

ভুল ভ্রান্তি অনেক ছিল , হয়তো আছে আজও ,
অভিজ্ঞতা আর অনুভূতির হাত ধরে ওরা সংখ্যালঘু হলো ,
উপলব্ধি আর বাস্তবায়ন প্রতিফলিত হলো কখনও ,
যখন হলো না তখনই বোধহয় যেন শিক্ষার বিস্তার হলো ,

শিক্ষার কোনো শেষ নেই বলে শিখতে বসা হয়েছে ,
যা ঘটছে তা থেকে শিক্ষনীয়দের ছেঁকে নেওয়া হচ্ছে ,
কাল্পনিক সবই যদি তাহলে কি যে করে ওই গুটিপোকা ,
পিউপা বেঁধে আলাদা আমি, প্রশ্ন এখন, হবে কি প্রজাপতি ওই পোকা ?

অজানাকে জানার আগ্রহ গোপনে, প্রকাশ্যে কৌতূহল ,
জানতে গিয়ে, শিখতে গিয়ে কখন হোঁচট খেলো মন ?
আবিষ্কার হলো নতুন শব্দ , বাস্তবে যাকে দেখা যায় না ,
ইচ্ছে , আকাঙ্খা তৈরী করে , যাদের রোখা খুব একটা সহজ না ,

কত তথ্য, কত মত, জন্মান্তর ধরে আবর্তিত ,
কেউ বলে স্বান্তনা আবার কেউ বলে ব্যাখ্যায় আরেকটি মত , বাকি সবই অপরিবর্তিত,
গুরুত্ব শব্দটি পরজীবী , নিজের থেকে কোনোদিন পুষ্টি নেয় না ,
কিন্তু সময় বলে, অনেক অস্বীকৃতরাই স্বীকৃতির দলে আজ, আসলে,কারো তোয়াক্কাই কেউ করে না ,

তাহলে অস্বীকৃতরা অবৈধ নয় , কিন্তু বলা কিছুই যাবে না আজ,
কারণ ওরা পরজীবী, স্বীকৃতি আসবে ওদের হাত ধরেই, না এলে সবই অকাজ আর কুকাজ,
এরপর আসে আরেক শব্দ , যার নাম মনের জোর, যে সমান্তরালে পুষ্টি দেয়,
একদিন স্বীকৃত হবে, ওই আশার সে যে জন্ম দেয় রোজ,

জীবন অনেক বড়ো অধ্যায়, কিন্তু সবাই ছোট ছোট ঘটনায় মত্ত ,
সবাই মিলে সমাজ আর তার সম্মিলিত সংবিধানে নিজেকে বসাতে উন্মত্ত ,
চূড়ান্ত সত্যরা ফিরে আসে বারে বারে, সময়ের হাত ধরে ,
ওই যেমন সূর্য পূর্বে ওঠে আর মানুষ ভ্রমিত থাকে চিরতরে,

গুটিপোকা যে প্রকৃতিরই অংশ, সে যেন জেনেও জানে না ,
অলীক কল্পনার জাল সে বুনেছে , তা সে যে নিজেও মানে না,
পিউপার ভেতর বেশ রঙিন, ওখানে প্রজাপতির কারখানা ,
ওই প্রজাপতি ডানা মেলে কোনোদিনই যে উড়তে শিখলো না,

উড়তে গিয়ে হোঁচট খেলো , ফিরে এলো বাড়ি ,
বাড়ি বললো অস্তিত্ব আছে , থাকা যাবে এখনো, ব্যবস্থা এলাহী ,
আর কি হবে ওড়ার চেষ্টা করে , যত্নে ডানাগুলো সাজিয়ে রাখি ,
ক্ষমতা ছিল, প্রকৃতি দিয়েছিলো, শুধু আমার কাছে লোকদেখানি ,

শুন্যস্থান ভরাট থাকুক , কেউ বুঝতে না পারলেই হলো ,
কেউ আদৌ বুঝতে পারছে কিনা, সেটা আর কই কেউ বলে গেলো ,
সবাই প্রশংসা করে , আর গুটিপোকা গুটি বা পিউপা মেরামত করে চলে ,
শুঁয়োপোকার গুটির সাথে কি ওই কৃত্রিমের তুলনা চলে ?

Leave a Reply