জানা নেই

হাঁটা চলা, শিল্প দেখা, নিজের ক্ষমতা বুঝতে শেখা,
ভিড়ের মাঝে, পরিশ্রমের সাথে, গন্তব্যের দিকে চলতে থাকা,
আবেগতাড়িত সমস্ত গন্তব্য, বিরুদ্ধতার মাঝে ওই আবেগের সাথে শেষ অব্দি থাকা,
হাঁটা চলা, চলতে থাকা, আবেগের সাথে কত মানুষ পাওয়া,

শেখায় কত কিছু, আলাদা আমাদের, স্বাদ, গন্তব্য, ইচ্ছে, ক্ষমতা আরো কত কি,
তবু আমরা হাটছি, ছুটছি, করছি কিছু মুহূর্ত ক্যামেরাবন্দী,
কেউ ব্যবসা করছি, কেউ দিচ্ছি ব্যবসা, আকারে বড়ো করছি, শূন্যগুলো বাড়িয়ে যাচ্ছি,
আগামী দিনে আবার হবে, হবে আরো বড়ো, এই আশ্বাস সবাই বহন করে যাচ্ছি,

কারো ঘুম নষ্ট হচ্ছে, কেউ দিচ্ছে বিদেশ পাড়ি,
অতিষ্ট কেউ জনসমুদ্রে, আবার কারো শারীরিক অবনতি,
কারো মানসিক বিপর্যয়, কারো দলে গা ভাসাতে আপত্তি,
আবার কেউ আনন্দ করার অবকাশেই সন্তুষ্ট, হোক না কম বা একটু বাড়াবাড়ি,

সবকিছুই ঠিক চলছে, কারো আবেগে কেউ লাভ করছে,
কোথাও আনন্দ লাভের খাতায় আবার কখনো মোটা অংকের টাকা,
আপত্তিতে কিছু মানুষ আবার কিছু মানুষের দুর্বিসহ জীবন যন্ত্রনা,
ডাক্তার, অ্যাম্বুলেন্স, খারাপ রাস্তায় জর্জরিত কিছু, জীবন যেন তাদের জ্যান্ত চিতা,

এসবে আবার নতুনত্ব কোথায়, সে তো ফি বছরই চোখে দেখা, খবরে পড়া,
প্রশাসন চেষ্টা করে, সাধ্যমতো বাস্তবায়িত করে, খামতি থাকে, পরে নিবারণের অভিসন্ধি থাকে,
ভালো খারাপ আলো অন্ধকারের মাঝে বেশিরভাগেরই চোখে মুখে কেন অবসাদ আর মন খারাপ জানা নেই,
মেনে নেওয়া মানিয়ে নেওয়ার মাঝে নিজের মন অসন্তুষ্ট কেন, জানা নেই,

সম্পূর্ণতার মাঝে একরাশ দুঃখ কেন জানা নেই,
সব থেকে বেশি ঝগড়া, মতভেদ, অশান্তি উৎসবের মাঝেই কেন, জানা নেই,
সবাই আনন্দ করতে গিয়ে আন্তরিক দিক থেকে অবসাদগ্রস্ত কেন, জানা নেই,
আলোর মাঝে, অন্ধকারগুলো এতো উজ্জ্বল, তাও দেখতে পাচ্ছি না কেন, জানা নেই……

Leave a Reply