সংগতি

ভালো খারাপের বিচার করবে কে, নিজের মান যাচাই করে দেবে কে?
সংগতি নিয়ে প্রশ্ন কিন্তু সংগতি নিয়ন্ত্রণ করে কে?
মানুষ সামাজিক প্রাণী, সমাজের মাঝে সে থাকে,
তার মাঝে পাশ কাটিয়ে মনের আনন্দ,কিভাবে লাভ করে সে?

ভালো খারাপ সবই আপেক্ষিক, নিজেকে ফাঁকি দেওয়ার কৌশল,
পালিয়ে বেড়ানোর নতুন ধরণ, কারণ মলাটে আছে সামাজিক স্বীকৃতির আবরণ,
বিচার বিবেচনা করে, সময় খরচ করে, সমান্তরালে নিজে খরচ হচ্ছি,
আমার ভালো থাকার ক্যাপসুল আমি নিজে কিন্তু কাজে পরজীবী হচ্ছি,

ক্ষতি করে দেবে কেউ, কেউ ভুল বুঝিয়ে দেবে,
এই ভেবে কত দর্শন বঞ্চিত, নিজে যাচাই করে দেখার সময় নেই বলে,
নিজের ভালো থাকার গল্পটা অন্য কেউ লিখে দেবে,
এই ভেবে সময় কাটিয়ে ভালো মন্দ বিচার করা আমিগুলো, আর কবে জীবনের স্বাদ নেবে?

অনিশ্চয়তাই জীবনের চরম আনন্দ, সব জানলে বোধহয় এতটা উত্তেজনা থাকতো না,
উদ্যম হারাতে বসতো সবাই, ভাগ্যিস অন্তিম গন্তব্যটা কেউ জানে না,
কেউ থাকে কেউ চলে যায় কিন্তু শূন্যস্থান পূরণ ঠিক হয়ে যায়,
শরীরের মৃত্যু ছাড়াও আরো অনেক মৃত্যু হয়, ভাবলেই যেন জীবন আরেকটা মাত্রা খুঁজে পায়। 

Leave a Reply