শব্দজব্দ

বিত্তশালীদের বিত্তের পক্ষে যারা,
কণ্ঠস্বর তাদের সবার কানে ফেলে সাড়া,
বাকি যাদের ওই রইলো বিশেষ আপত্তি,
গণমাধ্যমে মুখ খুলতে গিয়ে, তাদের ঘটে যত বিপত্তি,

কে বলে আবেগী সমীকরণ, আবেগী কথার মূল্য নেই,
পুরো ব্যবস্থাই চলছে আবেগে, আবেগ ছাড়া গতি নেই,
জনপ্রিয়তা ছাড়া কোনোকিছুর বিশেষ মূল্য নেই,
অন্যের মনে দাগ না কাটলে, কোনো অস্তিত্বেরই ঠিক গুরুত্ব নেই,

যান্ত্রিকতার খোলসে আবেগী ষড়যন্ত্র,
কখনো পয়সা, কখনো ক্ষমতা খালি উপলক্ষ মাত্র,
নিজে ঠিক, সেটা অন্যেরা না মানলে ঠিক নয়,
এ কেমন চিড়িয়াখানা, যেখানে শব্দেরা নিজেদের অর্থের যোগ্য নয়,

তাৎক্ষণিক অর্থ প্রেক্ষাপটে, দূরে বিশ্লেষণাত্মক অর্থ,
বিশ্লেষণে চারপাশের ধৈৰ্য কম, গুরুত্বে অর্থকেন্দ্রিক কর্ম,
কেরিয়ার নামে শুধু না কাজেও সে আজ বাহক,
অন্যের সিদ্ধান্তের ভার বহন আর ফলাফল স্বরূপ কর্মসম্পাদনের কারক,

ধৈর্যহীনের দলে বোধগম্যতার হার কম,
নিজের গুরুত্ব বেশি বলে বলে নিজের জন্যই মুহূর্ত কম,
মূল্যায়নের সময় নেই, তাই পরিমান বেশি গুণগত মান কম,
শিক্ষা হোক বা রাজনীতি, গুরুত্বের কাছে তাই আজকাল মানুষ কম।

Leave a Reply