প্রকাশ্যে অপ্রকাশ্য

গণতন্ত্রে তন্ত্র বড়ো, গণ ওখানে সাইলেন্ট,
যেমন রাজতন্ত্রে রাজা বড়ো ছিল, তন্ত্র ছিল সাইলেন্ট,
গণ যে অবস্থাতেই থাক, তন্ত্রকে ঠিক থাকতে হবে,
তন্ত্রের অস্তিত্ব গণ র জন্য, তাই বজায় রাখতে তাকে, উপেক্ষিত করে রাখতে হবে,

নাম জনপ্রতিনিধি, সবার কাজে খুবই মন,
জনগণের টাকায় বেতন তবু কাজে মন্দা সারাক্ষন,
জনগন মানুষের চেষ্টাটুকুও বোঝে, দেশে শিক্ষার হার যে নয় কম,
তবু ওরা বোকা, প্রতিনিধি চয়নের পর লড়াই শুরু করে জনগন,

বোকার দলে আমিও আছি, ভোটাধিকার প্রয়োগ করে সেলফি তুলি,
বোকার দলে আমিও যে আছি, ভোটাধিকার প্রয়োগের পর সেলফি তুলি,
ক্ষমতাধারীদের বক্তব্য শুনি, অবসরে খালি মন্তব্য করি,
নিজ প্রয়োজনে একটা ফোন, পাওয়ার প্র্যাক্টিসটা নিজের স্বার্থেই, দিনের শেষে তাই করতে বলি,

কথায় বলে, যেমন রাজা তার তেমনই প্রজা, কথাটি বেশ খাটে,
কথায় বলে, যেমন রাজা তার তেমনই জোটে প্রজা, কথাটি প্রসঙ্গে বেশ খাটে,
প্রজার ভূমিকা রাজার দ্বারা বেশ প্রভাবিত, প্রেক্ষাপটে বাস্তব তা বেশ মানে,
গণতন্ত্রে কে যে রাজা তা, আজ আমি ছাড়া বোধয় সবাই জানে,

মুদ্রার ওজনে মাপা ব্যক্তিত্ব বা ক্ষমতার ওজনে প্রভাব,
চিন্তা জগতে আলোড়ন না ঘটলে, পাল্টায় না কখনো স্বভাব,
আত্মঅভিমান সারাটা বছর, প্রয়োজনে শুধু ক্ষনিকের বিসর্জন,
ক্ষমতা ও মুদ্রা সকলের প্রিয়, দুইয়ের মাঝেই হোক প্রগতি আর বিবর্তন।

Leave a Reply