মহামারী

দুশ্চিন্তাময় মহামারীতে আক্রান্ত আমার শহর,
খবরের কাগজ আর স্বাস্থবিভাগ কেড়েছে সবার নজর,
অক্লান্ত পরিশ্রম সত্ত্বেও পরিকাঠামো নজর এড়িয়েছে,
দিন গুনছে আম জনতা, এই বুঝি চিকিৎসার নতুন ওষুধ বাজারে এসেছে,

বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন মানুষ  চারপাশে, নানান ভয়ে ভীত,
পিপিই কীটের ভেতরের মানুষগুলো আজ বেশ সন্ত্রস্ত,
জীবন বাঁচানোর মাঝে ব্যর্থতা ও নিজের পরিবারের চিন্তা,
কিছু জন আবার এই পরিস্থিতিতে মুনাফা কামানোর করছে ধান্দা,

লক্ষ্য লক্ষ্য টাকা দেখছেন, মানুষের প্রাণ নিয়ে ছিনি ভিনী,
আমার দেশে প্রাণের চেয়ে আজ টাকা ও প্রতিপত্তি বেশ দামি,
শব্দকোষে টান পড়েছে, রাস টেনেছে ব্যবহারে,
অর্থ ও জীবিকা হারিয়ে মানুষ রোজ ভারসাম্যহীনতায় ভুগছে,

অতীতে কাল কি হবে জানতাম না, জানি না আমরা আজও,
চোখের সামনে জীবন্ত মৃত্যুশয্যা আগে যে দেখিনি কখনো,
অতীতের আগামীকাল ও আজের আগামীকালে আছে একটিই পার্থক্য,
কালকের সূর্য দেখার আশাতে খামতি আসছে, যে যা বলুক আজও,

সাংসারিক মায়া ও সম্পর্কগুলোর প্রতি করুনা দিন দিন বাড়ছে,
আশেপাশের বাতাসে আজ মারণ ভাইরাস ঘুরে বেড়াচ্ছে।
এর মাঝে কথাতে তিক্ততা ও আন্তরিক অনুভূতি সম্পন্ন হৃদয়,
বেঁচে থাকার রসদ জোগাতে গিয়েও দুশ্চিন্তা, এই বুঝি সংক্রমণ হয়,

প্রত্যেকদিন মৃত্যু কাহিনী আজ জীবনসঙ্গী,
মৃত্যুর হার নিয়ে গবেষণা, সমালোচনা করি, নিজেকে মহামানব বলতে দোষ কি,
অর্থনীতি নিয়ে চলছে ভাষণ, শেয়ার বাজার আর বিশ্ব নিয়ে চিন্তা,
অনুপ্রাণিত নয়, এখন বার্তালাপ মানেই রক্তচাপ বাড়ার আশঙ্কা,

নতুন সূর্য দেখার আশা সবার আছে মনে,
ছটফট করেও কষ্ট সহ্য, যেন তেনো ভাবে এ সময়টা যাক না শুধু চলে,
অমানবিকতার মাঝে মানবিকতা যেমন ভাবে বাস করে,
এই মহামারী কাটিয়ে যেন সবাই উঠতে পারে।।

Leave a Reply