উদাসীনে নয় উদাসীন

ন্যূনতম ইচ্ছে ছিল,সহজ সরল মন ছিল,খুবই সীমিত চাওয়া পাওয়া ছিল,খুব সহজেই পেরিয়ে যাওয়ার আশা ছিল, আহামরি কিছুই ভাবিনি, তবু কিছু ভেবেছিলাম,অবাস্তবিক কিছুই নয় বলেই কল্পনায় কিছু এঁকেছিলাম,বাস্তবে ঠিক মিলে যাবে এরকমই কিছু অঙ্ক করেছিলাম,একটু আধটু এদিক ওদিক হবে, প্রস্তুতি টুকুও রেখেছিলাম, সময়ের সাথে বাস্তবায়ন ঘটলো, অঙ্ক গুলো মিলতে শুরু হলো,ভাবলাম যা ভেবেছি, তার সাথে মিল… Continue reading উদাসীনে নয় উদাসীন