মূল্যায়ন

মেয়েরা বলে আমরা বড় আজ

ছেলেরা বলে আমরা।

গনতন্ত্রের টুঁটি টিপে দাড়িয়ে,

দেখ রাজনৈতিক ক্ষমতা।।

 

লড়াই আছে সর্বত্র, ছিল যে চিরকাল,

মধধিখানে কে বলছে যেন, নিয়মগুলো পালটান।

পরিবর্তনের হাওয়া চলেছে, নিয়ম গেছে পাল্টে,

মানুষের অধিকার ঠাই পেয়েছে নামেই ব্যালট বক্সে।।

 

খুন হয়েছেন মানুষ কত, কোথাও চলেছে হুমকি,

পরিবর্তিত পরিস্থিতি আজ, বলাটা আদৌ ঠিক কি?

কর্মচারী নিখোঁজ হচ্ছেন, ঘটছে আর কত কি,

ক্ষমতাবানদের এই লড়াইয়ে আম জনতার দোষ কি?

                                                                                                                          — প্রত্যুষ