প্রহসন

 গম্ভীর মুখগুলো কতো কথাই না বলতে চায়,

বাস্তব ও অভিজ্ঞতার ঠেলায়, খালি অন্তরে কাতরায়।

সর্বত্র শুধুই প্রহসন নাকি নিজস্বতার ঘাটতি,

আবেগের খেলাঘরে আর, বাস্তব পৃথিবীর দোষ কি।।

 

প্রেক্ষাপটটা শুধুই আবেগের বলাটা যদিও ঠিক নয়,

প্রয়োজনীয়তার উপস্থিতিরওতো অবদান কোন অংশে কম নয়।

কেউ বা গোলাম পরিস্থিতির, কেউ বা পারিপার্শ্বিকের,

সামাজিক গুনাবলির জন্ম, হয়তো এই দুজনেরই হাত দিয়ে।।

 

দেখেছি আমরা অনেককিছু, হয়তো অনেক কিছুই আরো দেখব,

পরিবর্তন ও আধুনিকতার নামে অনেক কিছুই শিখব।

ঠকব, লড়ব, কিন্তু নিজস্বতার কাছে হবে প্রহসনের জয়,

যতই মুখে বলি না কেন নিজস্বতা ছাড়া, জীবন কিছুই নয়।।

 

সমাজের কাছে কোণটা ঠিক কেউই জানি না,

সবাই মিলে আমরা যে সমাজ, তাই বুঝি না।

তকমা খালি সমাজই লাগায়, নাকি কৌতূহলী মন,

যাই হক, পরিনতিতে তৈরি যে হয় দৈনন্দিন প্রহসন।।

 

Leave a Reply