কদর

বিরোধীদের সুন্দর মুখ, সুন্দর পরিভাষা,
আপন হওয়ার মাঝে যেন শুধু একটুখানি কুয়াশা,
দ্বন্দ্বের মাঝে মৈত্রী, পাল্টায় নীতি আর ভবিষ্যতের প্রতি আশা,
খেলাঘরে তাই অনুষ্ঠিত নিত্য নতুন ক্রীড়া,

চাঞ্চল্যতা প্রবীণ বালকের ছদ্মনামে,
ভ্রমিত অর্থ, চরিত্র সমস্তকিছুই রূপকের আড়ালে,
কালের সাথে সর্পের মেলবন্ধন আড়ালে আবডালে,
তারই মাঝে সময়ের সাথে বিষবৃক্ষের জন্ম ঘনিয়ে,

নীতি, প্রবীনের মুখে বুলি আওড়াচ্ছে,
কর্মবিমুখ প্রাণীরা কণ্ঠস্বর উঁচুতে রাখছে,
বিপদের সাথে অনেকেই প্রেম করছে,
পরমাণুকে ছোট ভেবে দিবাকরকে আপন ভাবছে,

সৃষ্টির মাঝে অবাধ ধ্বংসলীলাতে অনেকেই মেতে উঠেছে,
ফল নয়, পদ্ধতিতে প্রশ্ন তাই অনেকেই করেছে,
মেধার প্রেমে পড়ে মেধাকে ক্রমাগত গ্রাসিত করেছে,
তাই হয়তো প্রেম নয়, হিংসামূলক চলচ্চিত্র জনপ্রিয় হয়ে উঠেছে,

তালে তাল, কণ্ঠে কণ্ঠ, এমনকি কর্মে কর্ম মিলেছে,
মহামারীর মাঝে ঐক্যতার বার্তা যেন বার বার তুলে ধরেছে,
ক্ষেত্রবিশেষে মেধা ও সৃজনশীলতা, অভিজ্ঞতার রূপে বাঁচছে,
কদর মাপার দৃষ্টি, খুব অল্প কোনেই যে ঠাঁই পেয়েছে। 

Leave a Reply