অপরিচিত

ঘুম ভাঙতেই পরিচিত মুখ, সেই সৌভাগ্য আজ কজনের,

কর্মমুখর ব্যস্ত পৃথিবীতে সময়ই তো নেই হাতে।

স্মৃতিগুলো যেন অ্যাপোএন্টমেন্ট নিয়ে আসে, দিনকাল গেছে পালটে,

ভিড়ের মাঝে পরিচিত কণ্ঠস্বর, মন চায়ে শুধুই আঁকড়ে ধরতে।।

 

ভ্রম কাটে কিছু সময় পরে মনের,

মনে পড়ে কোথায়ে এখন আমি দাড়িয়ে।

অপরিচিতের ভিড়ে পরিচিত খুঁজছি,

কোথায়ে যাচ্ছে মন পালিয়ে।।

 

আসলে পরিচিত, অপরিচিত সবই মনের ভ্রম,

নাহলে অতিতের চিত্র ভাঁসিয়ে তোলে কেন এ মন।

চোখের পাতায়ে জলের ছোঁয়া দিয়ে যায় সন্তর্পণ,

অবসরে স্মৃতিছাড়া আর কিছু যে ভাবতে চায়না এ মন।।

 

একাকীত্ব কে দোষ দেয় সবাই,

গালিগালাজ করে সকলে।

মানুষের প্রকৃত মুল্য তো শুধু,

একাকীত্বই বোঝাতে পারে।।

 

মন যেন সেই চঞ্চল খুদেটির মত,

খেলা আর ঘুমোনোর মাঝেই সে মত্ত।

খালি ঘরে সে যেন থাকতে চায়না,

তাই তো স্মৃতিদের ফিরে যেতে সে আর দেয়না।।

 

একটা সময়ে এমন ছিল,

একাকীত্ব ও স্মৃতির সাথে ছিল মোর শত্রুতা বেশ।

সময় পেরিয়েছে, শত্রুতা গেছে ঘুছে,

আজ স্মৃতি ও একাকীত্বের বেশ বন্ধুত্ব হয়েছে।।

2 thoughts on “অপরিচিত”

Leave a Reply